শিরোনাম :
গোসাইরহাটে জমি দখলে নিতে হা’মলা ও ভাং’চুর অষ্টগ্রামে বাঙাল পাড়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১ কিশোরগঞ্জ-৬ আসনে এবার শক্তিশালী প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম চাকসু’র নব নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব’কে জামায়াতের সংবর্ধনা অষ্টগ্রামে এড. ফজলুর রহমানকে ধানের চড়া দিয়ে বরণ বিএনপি নেতৃবৃন্দ ভৈরবে এক শিশুকে ধর্ষণের চেষ্টা আরেক শিশু, থানায় মামলা ভোটাধিকার যারা বাধাগ্রস্থ করবে জনগণ তাদের রুখে দিবে- মাহবুবের রহমান শামীম ১৩ নভেম্বরকে ঘিরে কুলিয়ারচরে বিভিন্ন রাস্তায় পুলিশের অভিযান গোসাইরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা তানোরে মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ সমিতির চেক বিতরণ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

গোসাইরহাটে পুকুরে মাছ ধরতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে দুইজনের মৃ’ত্যু

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

শরীয়তপুর গোসাইরহাটে বিলের পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন স্যারসহ আমরা পরিদর্শনে আসছি খোঁজখবর নিয়ে জানানো হবে।

নিহতরা হলেন— উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া গ্রামের খোরশেদ দপ্তররী ছেলে আলমগীর দপ্তরী (৫২) এবং একই এলাকার হানিফা মোল্লার ছেলে নুরে আলম মোল্লা (৪০)। তার মধ্যে নুরে আলম জমিতে ট্রাক্টর চালায় ও আলমগার জমীর কৃষী কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে পাশের বিলের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে। এ সময় অসাবধানতাবশত নুরে আলম ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। পরে সহপাঠী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত- নুরে আলম এর ছেলে নিরব বলেন, সোমবার রাতে আমার বাবা আলমগীর কাকার সাথে পাশের গ্রাম বকাউল পাড়ায় বিলে একটি পুকুরে মাছ ধরতে যায় রাতে সে বাসায় না ফেরায় মা রাত ১০টার দিকে মা ফোন করে সে বলে দেড়ি হবে এরপরে আর কথা হয়নি। পরে আজ সকালে আমি ফজর নামাজ পড়ে বিলে গিয়ে দেখি আমার বাবা ও আলমগীর কাকা কারেন্টের আর্থিং এর রড ধরা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে আমি দৌড়ে কারেন্টের মেইন সুইজ বন্ধ করে লোকজন ডাক দিলে তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত বলে দেয়।

অপর একজন নিহত আলমগীর দপ্তরীর স্ত্রী সালমা বেগম বলেন, সোমবার সন্ধায় কারেন্টের মোটর দিয়ে পুকুর থেকে মাছ ধরতে মোটর ফিটিং করে রাখে। এরপরে রাতে সেখানে যায় পড়ে। সকালে আমার স্বামী বাড়িতে না ফেরায় খুঁজাখুজি করতে নুরে আলমের বাসায় গেলে তার পরিবার জানান সেও বাড়িতে ফেরেনি। পরে নুরে আলমের ছেলে নিরব জানায় তারা দুজন কারেন্টের তারের সাথে হাত লাগিয়ে মাটিতে পড়ে রয়েছে।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার কতৃক কোনো অভিযোগ নেই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category