নরসিংদী রায়পুরা উপজেলার নারীশিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষা-২০২৫ উপলক্ষে পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যলয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছলেহ উদ্দিন ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা প্রতিষ্ঠাতা শিক্ষক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক শিকদার, শিক্ষক-কর্মচারীদের এবং নবম শ্রেণির ভোকেশনাল শাখার ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা আলহাজ্ব খন্দকার হারুন-অর -রশিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক কাজল ভূইয়া, আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ নাছির উদ্দিন, মোঃ মস্তু মিয়া মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ শেখ রাশেদ, সাবেক অভিভাবক সদস্য মোঃ ছাদেক মিয়া,মহেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পিটিএ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাবেক শিক্ষক প্রতিনিধি মোঃ ফায়েজ উদ্দিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান ভূঁইয়া, সহকারী শিক্ষক মোহসিন মিয়া।
স্মৃতিচারণ করেন অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু কৃষ্ণদাস পাল, সাবেক সিনিয়র শিক্ষক বাবু তারামোহন দেবনাথ এবং প্রতিষ্ঠাকালীন কর্মচারী হেনা বেগম। তারা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক এবং প্রতিষ্ঠাকালীন কর্মচারী হেনা বেগমকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। নবম শ্রেণির ভোকেশনাল শাখার ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা ইসলাম, গীতা থেকে পাঠ করে নবম শ্রেণির শিক্ষার্থী জবা রানী বিশ্বাস। জাতীয় সংগীত পরিবেশন করে অত্র প্রতিষ্ঠানের জাতীয় সংগীত দল । ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া জামান ঐশি। সবশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক সানাউল্লাহ।
সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছলেহ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-প্রভাষক গোষ্টলাল দাস।