নরসিংদী রায়পুরার চানপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের মোঃ গাজী মিয়া, মোঃকাউছার মিয়া ও মোঃজুবায়িদ মিয়া হেলিকপ্টারে করে দেশে ফিরে দাফন করেছেন তার বাবা মোঃ সোনাই মিয়া’কে (৭৫)।
সোমবার রাতে মোঃসোনাই মিয়ার মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর শুনে তিন ভাই তৎক্ষণাৎ বিমানের টিকিট কেটে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর)দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে পৌঁছান। বাবার লাশ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী তিন ভাই।
পারিবারিক সূত্রে জানা যায় মোঃ সোনাই মিয়া, চিকিৎসাদিন অবস্থায় ঢাকা বেসরকারী একটি মেডিকেলে সোমবার রাত আনুমানিক দুইটার দিকে মৃত্যু বরন করে,খবরটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ওমান প্রবাসী চার সন্তানের কাছে। বাবার মৃত্যুর খবর শুনে তিন ভাই বিমানের টিকিট কেটে তড়িঘড়ি করে দেশে ফেরেন।
এক ভাইয়ের কাগজ প্রত্রের জটিলতার কারণে আসতে পারেনি।
মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য ভাড়া নেন বেসরকারি হেলিকপ্টার। গ্রামের একটি মাঠে অবতরণ করে ছুটে যান বাড়িতে। বাবার মুখ দেখে ভেঙে পড়েন কান্নায়। এসময় মোঃ মামুন মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।