কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী লুদা বিল আজ প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে। একসময় মাছের অফুরন্ত উৎস হিসেবে পরিচিত এ বিলটি এখন বালুর স্তুপ ও গাছের ঝোপঝাড়ে পরিণত হয়েছে। বিলের প্রকৃত স্বরূপ আর খুঁজে পাওয়া যায় না—চারদিকে শুধু সবুজের ঘেরা আর উঁচু বালুচর।
স্থানীয়দের বলেন,বছরের পর বছর ধরে লুদা বিলে মেঘনা নদীর পানির স্রোতে বালু ভরাট হয়ে এখন মরুভূমিতে পরিণত হয়েছে। বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার ফলে বিলটি এখন আর মাছের উৎপাদন সক্ষমতা ধরে রাখতে পারছে না। ইজারাদারের পক্ষ থেকেও দিশেহারা পরিস্থিতির কথা জানানো হয়েছে—কারণ বিলের পানি নেই, মাছ নেই, অথচ সরকারি খাজনা পরিশোধ করতে হচ্ছে নিয়মিত। অনেকে বাড়ি-জমি বিক্রি করে খাজনা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
লুদা বিলের এ করুণ অবস্থার ফলে স্থানীয় মৎস্যজীবীরা কর্মসংস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। আগে এই বিল থেকে মাছ ধরে বহু পরিবার জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে মাছশূন্য বিল তাদের জীবনযাত্রায় নেমে এসেছে চরম সংকট।
স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে লুদা বিল রক্ষায় জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দখল-দূষণ রোধ, বালু অপসারণ, পানি প্রবাহ পুনঃস্থাপন এবং বিলটিকে পুনরায় জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাশয় হিসেবে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।লুদা বিল রক্ষা—এখন অষ্টগ্রামের মানুষের প্রাণের দাবি।