কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাঙালপাড়া ইউনিয়নে বাড়ির জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অভয় পক্ষের আহত ১
সরেজমিনে গিয়ে দেখা যায়,ওসমানপুর এলাকার সেনা মিয়া ও হারুন মিয়া বাড়ি সীমানা দখল কে কেন্দ্র করে হারুন মিয়ার লোকজন এলাচি বেগমসহ আরো ২-৩ জনকে মারধর করে। এসময় স্হানীয়রা আহত একজনকে অষ্টগ্রাম সরকারি হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
সোনা মিয়া বললেন আমার কাগজের জমি ৪০ বছর আগে জব্বর মিয়ার কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে কিনে নেই আমাকে জব্বার মিয়া জমি মেপে বুঝিয়ে দেয় আমার দখলে ৪০ বছর যাবত আমাদের জমির জোর করে দখল করে নিচ্ছে এবং আমাদের চাষ করা ফসল ও জালির বেড়া ভেঙ্গে গাছ লাগিয়ে দিল হারুন মিয়া আমরা বাধা দেওয়াতে হারুন মিয়া জাজ মিয়া সায়েদ মিয়া জারু মিয়া ইয়ার খাঁন আলী রহমান আমাদের উপর হামলা চালিয়ে দেয় লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করে সরকারি হসপিটাল নিয়ে যাই এই হামলায় শিকার হলেন
এলাচি বেগম কুদ্দুস মিয়া শাহেদ মিয়া নুরু মিয়া সোনা মিয়া
অভিযুক্ত হারুন মিয়া বললেন আমাদের ফিরতে জমি প্রায় ৩০০ থেকে ৪০০ বছর আগের আমরা বাড়িতে ছিলাম না পচিশ বছর হবে এই সুযোগে সোনা মিয়া দখল দেয় এখন আমার জায়গায় আমি দখল করছি এবং গাছ রোপন করছি আমাদেরকে এলাচি বেগম অশ্লীল বাসায় গালাগালি করছে আমরা জিজ্ঞেস করলাম কেন আমাদেরকে বকাবকি করছো বলার পরে উনারা আমাদের উপর আক্রমণ শুরু করলো
ওসমান পুর দুই নম্বর ওয়ার্ডের কিছু স্থানীয় বাসিন্দারা বললেন সোনা মিয়া এই জমি ৪০ বছর যাবত দখল করে চাষ আবাদ করছে আমরা কখনো শুনি নাই এই জমে হারুন মিয়ার
এ সময় বাঙালপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম মোটো ফোনে জানালেন আমি বাড়িতে নাই বাড়িতে আসার পর তাৎক্ষণিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যত দ্রুত পারে মীমাংসা করে দিব
ওসমান পুর ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আমজাদ হোসেন বললেন সোনা মিয়ার দখলে এই জমি ৪০ বছর হবে এবং সোনা মিয়া আদালতে একটি মামলা করেছে এই জায়গা নিয়ে মামলা চলাকালীন এমন একটি ঘটনা ঘটাবে আমরা আশা করি নাই