শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শরীয়তপুুর গোসাইরহাট উপজেলায় কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে “উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন”। কনকনে শীতে অতিদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সরদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সরদার, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মেনন ঢালীসহ আরো অনেকে।
এ সময় উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন। শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে ওঠেন সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষরা। তারা জানান, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে। উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং উদ্ভাসিত সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।