শরীয়তপুর গোসাইরহাটে এক দখলদারদের কাছ থেকে জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার খোদের জঙ্গল মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের ১০৬ নম্বর দাগের ৬ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল জানান, ৬ শতাংশ সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। এতে স্থানীয় সর্বসাধারনের চলাচলে যেমন বিঘ্ন ঘটেছিলো তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকার। আজ দুপুরে অভিযান চালিয়ে জমিগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ৬ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে এ সম্পত্তির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক শরীয়তপুর ।এছাড়াও জায়গাটি মসজিদের মুসল্লি ও স্থানীয় সর্বসাধারনের ব্যবহারে জন্য উন্মুক্ত করা হলো।
অভিযানে গোসাইরহাট থানাপুলিশ একটি টিম ও আনসার সদস্য সহযোগিতা করে।