শরীয়তপুর গোসাইরহাট স্থানীয় কিছু কতিপয় সহযোগিতায় রেবেকা সুলতানা রুবির জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এসময় অবৈধ দখল চেষ্টাকারীদের অবৈধ দখল কাজে জমির প্রকৃত মালিক রেবেকা সুলতানা ও তার লোকজন বাঁধা প্রদান করতে গেলে প্রতিপক্ষের তার ভাড়াটে লোকজন দুলাল মোতাইতের নেতৃত্বে হুমকি ধমকি ও জমিতে অতর্কিত হামলা করে টিনের বেড়ায় ভাংচুর চালায়। এতে জমিতে টিনের বেড়া ভেঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশ করে গাছপালা কর্তন করে। এসময় কলাগাছ সুপারি গাছ বেড়ার টিন ভেঙ্গে নিয়ে যায়।মঙ্গলবার দুপুরে চরমাইজারী গ্রামে এঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামের মৃত আব্দুল করিম দেওয়ানের ছেলে মজিবল দেওয়ানের কাছ থেকে একই গ্রামের নুরুল ইসলাম এর মেয়ে রেবেকা সুলতানা রুবি নামের এক নারী ২০২৪ সালে চরমাইজারী মৌজায় ‘ ৩ লক্ষ ৫ হাজার টাকায় ‘ ২০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করতেন।
এরমধ্যে রেবেকা সুলতানা ওই জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। এরই মাঝে একই গ্রামের দুলাল মোতাইত ঐ জমিটি নিজেদের বলে দাবি করে আসছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রাম প্রধানসহ সালিশগন নিয়ে একাধিকবার বসা হলেও তেমন কোনো সুরাহা হয়নি।
বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম প্রধান হাবিবুর রহমান সরদার বলেন, এই জমিটি মজিবল দেওয়ান দুলাল মোতাইতের বাপ চাচাদের থেকে ক্রয় করেছেন। সেই ক্রয়কৃত জমি থেকে ২০ শতাংশ জমি বিক্রি করেন মজিবল দেওয়ান। কিন্তু দুলাল মোতাইত বলেন আমরা কোনো জমি বিক্রি করিনি।এরপরে আমার মুড়ব্বিদের নিয়ে জমিটি মেপে দুইপক্ষ ডাকি কিন্তু দুলাল মোতাইত কাগজপত্র সংগ্রহ করে বসে সালিশগন নিয়ে রফাদফা করার কথা ছিলো। একটা সমস্যার কারনে পরে এতদিন বসা হয়নি। কিন্তু মঙ্গলবার হঠাত দুলাল মোতাইতের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এসে দিনেদুপুরে জমিতে টিনের বেড়া ভেঙ্গে ও গাছপালা কেটে ফেলে দখলের চেষ্টা করে।
জমির পুর্বের মালিক মজিবল দেওয়ান বলেন, আমি আমার পুকুরসহ রেবেকা সুলতানার কাছে জমিটি বিক্রি করেছি। তবে দুলাল মোতাইত বলেন আমি জমিন পাবো আমরা বলছি কাগজপত্র নিয়ে বসেন। কিন্তু সে আজ হঠাৎ লোকজন নিয়ে নিজেদের জমি দাবি করে। জমিতে ঢুকে বেড়াগোরা ও কলাগাছ কেটে ফেলে দিয়ে চলে যায়
অভিযুক্ত দুলাল মোতাইত বলেন আমার বাপ দাদার জমিতে রাতের আধাঁরে বেড়া দিয়েছে ও গাছপালা লাগিয়েছে তাই আমি ভেঙ্গে দিয়েছি আমার কাগজপত্র সব আছে নিয়ে আপনাদের সাথে বসবো।
- গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।