শরীয়তপুর গোসাইরহাট উপজেলার বিনটিয়া গ্রামে একটি বাড়িতে জালা রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ঘর থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য। পরে জব্দকৃত জালগুলো উপজেলার মৎস্য হেচারীর খামারে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এসময় অভিযানের খবর টের পেয়ে জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা জাল কার তা শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সিনিয়র কর্মকর্তা মো.আবুল কাশেম এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানটি সম্পন্ন করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশের মাছের প্রজনন নিরাপদ নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল নিষিদ্ধ করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব এবং আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মচারীসহ, গোসাইরহাট থানা পুলিশ ও আনছার সদস্যরা।