মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আর মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার পথচলার নয় বছর পূর্তিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত দ্বীপ হাতিয়া উদযাপন করেছে তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় গুণীজন সম্মাননা প্রদান ও একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্মাননা প্রদান এবং ম্যাগাজিন প্রকাশ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের মহাপরিচালক লায়ন মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মো. মাহাবুবুল ইসলাম সোহেল, এডভোকেট ফজলে আজিম তুহিন এবং বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।
জাগ্রত দ্বীপ হাতিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, হাতিয়ার ফেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, আব্দুল কাদের, আয়াত হোসেন জুয়েল, মোহাম্মদ হিমেল, নাহিদুল ইসলাম ফয়সাল, ইয়াসিন আলী সুজন, পান্না বিনতে আবুল কালামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে হাতিয়ার শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি হাতিয়ায় কর্মরত বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকেও সম্মানিত করা হয়। এ সময় ‘জাগ্রত জনপদ’ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, যেখানে হাতিয়ার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনার নানা দিক তুলে ধরা হয়েছে।
বক্তারা বলেন, মানবিকতা ও স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজ পরিবর্তনের যে চেষ্টা জাগ্রত দ্বীপ হাতিয়া করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। নয় বছরের এই পথচলা কেবল একটি সংগঠনের নয়, এটি হাতিয়ার মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতার এক নিরব প্রতিশ্রুতি। পূর্বের ন্যায় তাদের ভাল কাজগুলো অব্যাহত রাখবে ওটাই প্রত্যাশা সকলের।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগ্রত দ্বীপ হাতিয়া শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। মুমূর্ষু রোগীদের রক্তদান, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি হাতিয়ার মৌলিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।