সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে অফিস চত্বরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা করেন সিনিয়র দলিল লেখক আলহাজ্ব আরশাদ আলী, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আহবায়ক কমিটির সদস্য সিনিয়র দলিল লেখক আলহাজ্ব খাইরুল ইসলাম, আবু রায়হান, ওবাইদুর রহমান দুলাল, লেলিন, কোষাধ্যক্ষ সোহেল রানা প্রমুখ । দোয়া পরিচালনা করেন দলিল লেখক হাফেজ মাওলানা আব্দুস সামাদ। দোয়ায় অংশ গ্রহণ করেন দলিল লেখক সমিতির সিনিয়র জুনিয়র লেখকসহ অফিস স্টাফরা দোয়ায় অংশ গ্রহণ করেন।