বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ জুনায়েদ ইবনে হামিদ নাঈমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহবুব আলম লেলিন,উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান খাঁন, বেলাব থানার ওসি তদন্ত নাসির উদ্দিন, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হকসহ প্রমূখ।
প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি,দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি,গবাদিপশুর দেশীয় জাত পালনে উৎসাহিত করা,নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করনের লক্ষ্যে বিভিন্ন স্টল প্রদর্শনী ঘুরে দেথেন অতিথিরা।