নরসিংদীর বেলাবো উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ , ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা বিয়াম ল্যাবরেটরি- স্কুলের মাঠে অভিভাবক সমাবেশ , ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা সিএ তৌফিকী কাইয়ুম আফ্রাদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, নরসিংদী জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রকোশলী মোঃ গোলাম সারোয়ার, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশীদসহ ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এসময় অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দরা । পরে অতিথিদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়।