মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ (WHRO)-এর রাজশাহী জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কর্তৃপক্ষ। ১২/০১/২০২৬ইং তারিখে সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন এবং মহাসচিব মো: আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির কার্যক্রমকে গতিশীল ও সঠিক দিকনির্দেশনা দিতে তিন সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন,এ্যাডভোকেট এনামুল হক, আনজুমান আরা (লিপি) ও মো: জহুরুল ইসলাম (বাবু)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, রাজশাহীতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে এ কমিটির মূল লক্ষ্য। আগামী এক বছর তারা অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এবিষয়ে নবনির্বাচিত সভাপতি আয়েশা আক্তার বলেন,এ কমিটি সমাজের অসহায় নিপিড়ীত নির্যাতিত মানুষের পাশে থেকে সবসময় সর্বাত্বক সহোযোগিত করে যাবে। অন্যায়ের বিরুদ্ধে কোন আপোষ মেনে নিবে না এই মানবাধিকার সংগঠন। যারা নির্যাতিত,বিচারহীনতায় ভুগছে,তারা যেকোন সময় আমাদের সাথে যোগাযোগ করলে তাদের পাশে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়াবে সংগঠনটি।