নরসিংদী রায়পুরার মহেশপুর ইউনিয়ন আলগী বাজারে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এ,কে,এম চ্যাম্পিয়ন মডেল স্কুলের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে এ,কে,এম চ্যাম্পিয়ন মডেল স্কুল ক্যাম্পাস সংলগ্ন এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় সংগীতের পরে স্বাগত বক্তব্য রাখেন এ,কে,এম চ্যাম্পিয়ন মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষা ও ইংরেজি শিক্ষার মান উন্নত করে আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত রেখে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ; তাই তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সঠিক ও সময়োপযোগী শিক্ষা প্রদান করা আমাদের সম্মিলিত দায়িত্ব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোসলেহ উদ্দিন আহমেদ, মোঃ সোহরাব হোসেন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ সোহরাব উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সুমন, পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন,অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিম উদ্দীন বিএসসি, ডক্টর আসাদ মৃধা, মোঃ সুবুর খান,সফিকুল ইসলাম, আকরাম খন্দকার, মোঃ সজল মাহমুদ, বক্তারা নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং এ, কে, এম চ্যাম্পিয়ন মডেল স্কুলকে একটি মানসম্মত, আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তার ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।