শিরোনাম :
সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট রাজশাহীতে মানবাধিকার রক্ষা কমিটির সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ হাতিয়া সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় নবপাঠদান ও অভিভাবক সমাবেশ জাগ্রত দ্বীপ হাতিয়ার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী: গুণীজন সম্মাননা ইংরেজি বক্তৃতায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভৈরবের মেধাবী ছাত্রী প্রিয়ন্তী নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটে মনোনয়ন পেলেন হান্নান মাসউদ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি / ৫১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

নোয়াখালী হাতিয়ায় শিক্ষার আলোকে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট দাঁড়িয়েছে মেধাবী শিক্ষার্থীদের পাশে। ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতিয়া শহর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় উক্ত সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ এনামুল হক। বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সোলেমান এবং প্রকৌশলী দিদারুল ইসলামের গর্বিত পিতা মোঃ আবদুর জাহের।

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুল ইসলাম কচি ও হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুখচর আজহারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল গফুর, বুড়িচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম নোমান ছিদ্দিক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহিম, চৌমুহনী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আরেফিন আলী, হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো: বাবুল উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাববৃন্দ।

অনুষ্ঠানে হাতিয়া উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৮৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এর আগে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী, যার মধ্য থেকে কঠোর প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় এই ৮৪ জন। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ২ হাজার ৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও যে মেধা ও মননের স্বাক্ষর রাখছে, এই বৃত্তি তাদের সেই অদম্য চেষ্টাকে সম্মান জানানো। এমন উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category