আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামের মানিক বাজার সংলগ্ন অবস্থিত সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের নবপাঠদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।
মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ, ইউ, এম ইদ্রিছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফয়জুল বারী তারীফ,এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম ফারুক,সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, আবুল হাশেম, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, মাদ্রাসার সেক্রেটারি, মোঃ আলাউদ্দিন, মাদ্রাসার উপদেষ্টা মাহফুজুল রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, মাসুম মান্না,,মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার- মোঃ সাফায়েত উল্যাহ , সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবুল কালাম মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিকতা বিকাশে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবপাঠদান ও অভিভাবক সমাবেশের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের আগমনে মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবের রঙে রাঙা এক প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।
সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসার সদস্য ও ওমান প্রবাসী সাদ্দাম হোসেন এর উদ্যোগে পুরুষ বিতরণ করা হয়।